দোহাজারী রেললাইনে লোকাল ট্রেন বন্ধ দক্ষিণ চট্টগ্রামের মানুষের দুর্ভোগ ।



দোহাজারী রেললাইনে লোকাল ট্রেন বন্ধ  দক্ষিণ চট্টগ্রামের মানুষের  দুর্ভোগ ।


আলমগীর আলম,পটিয়া।


করোনার সময়ে বন্ধ হওয়া চট্টগ্রাম-দোহাজারী রুটে লোকাল ট্রেন  চালু হয়নি দীর্ঘ পাঁচ বছরেও।

 জোড়াতালির একজোড়া ডেমু চলাচলও বন্ধ রয়েছে পাঁচ বছর  ধরে।

 চলতি বছরের শুরুতে চট্টগ্রাম-কক্সবাজার পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন চালুর কথা ছিল। 

কিন্তু এটিও কখন চালু হবে তা নিশ্চিত করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে লোকাল ট্রেন  বন্ধের কারণে দক্ষিণ চট্টগ্রামের মানুষের যাতায়াত ব্যয় বেড়ে যাওয়াসহ দুর্ভোগের অন্ত নেই।

 এছাড়া উৎপাদিত ফসল শহরে আনতে না পেরে ক্ষতির মুখে পড়েছে ওই অঞ্চলের হাজারো কৃষক।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম থেকে দোহাজারী, দুপুর ২টায় দোহাজারী থেকে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে দোহাজারী দুই জোড়া লোকাল ট্রেন চলাচল করতো। 

২০১৯ সালে করোনার কারণে একজোড়া লোকাল ট্রেন চলাচল করতো তা বন্ধ হয়ে যায়। 

সেই থেকে এখনো  পর্যন্ত চালুর কোনো খবর নেই।

এছাড়া সকাল ৬টায় চট্টগ্রাম থেকে পটিয়া ও সকাল ৮টায় পটিয়া থেকে চট্টগ্রাম এবং বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে নদোহাজারী, সকাল সাড়ে ৫ টায় দোহাজারী থেকে চট্টগ্রাম পর্যন্ত দুইজোড়া ট্রেন চলাচল করতো। 

কক্সবাজারে রেল যোগাযোগ স্থাপনে ২০২৩ সালের ১ আগস্ট কালুরঘাট রেলসেতুর সংস্কার কাজ শুরু হয়। সে সময়  ওই রুটে চলাচল করা একজোড়া ডেমু ট্রেন বন্ধ রাখা হয়। সে সময় বলা হয়েছিল, কক্সবাজারে রেল যোগাযোগ হওয়ার পর এই রুটে ফের লোকাল ট্রেন চালু হবে। কিন্তু পাঁচ বছর আগে বন্ধ হওয়া একজোড়া লোকাল ও ১ বছর   আগে বন্ধ হওয়া একজোড়া ডেমুর একটিও  আর চালু হয়নি।

 চলছি বছর ফেব্রুয়ারির শুরুর দিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একজোড়া কমিউটার ট্রেন চালুর কথা থাকলেও সেটিরও খবর নেই। 

এ ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রতিটি স্টেশনে থামার কথা ছিল। ঢাকা-কক্সবাজার রুটে দোহাজারীর পর আরও নয়টি স্টেশন স্থাপন করা হয়।

 তবে জনবলসহ বিভিন্ন কারণে কিছু স্টেশন চালু হলেও সবগুলো স্টেশন পুরোপুরি চালু করা যায়নি। 

এতে চট্টগ্রাম থেকে কক্সবাজার কমিউটার ট্রেন চালু সম্ভব হচ্ছে না। 

ফলে দোহাজারীসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

অন্যদিকে দীর্ঘদিন ধরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে চট্টগ্রাম শহরে চাকরিজীবীসহ কয়েক হাজার মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

 নিয়মিত যাতায়াত খরচ ও দুর্ভোগের কারণে অনেকে চট্টগ্রাম শহরে ভাড়া বাসা নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। 

এছাড়া দোহাজারী ও পটিয়াসহ অন্যান্য এলাকায় উৎপাদিত সবজি চট্টগ্রাম শহরে বিক্রির জন্য আনতে না পারায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষক।

চট্টগ্রাম দোহাজারী রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের সভাপতি  আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন  বলেন, প্রতিদিন বাসে যাতায়াতের কারণে  অতিরিক্ত ভাড়াসহ  দুর্ভোগের শিকার হচ্ছেন দক্ষিণ চট্টগ্রামের মানুষ । 

পটিয়াসহ  এ এলাকা দিয়ে প্রতিদিন রেল কক্সবাজার ও চট্টগ্রাম আসা - যাওয়া করছে।

 কিন্তু আমরা কাঙ্খিত   রেলসেবা থেকে বঞ্চিত।

 আমরা এই রুটে দ্রুত লোকাল ট্রেন চালুর দাবি জানাচ্ছি।

 কক্সবাজারে রেল যোগাযোগ চালু হওয়ার পর এই রুটের গুরুত্ব অনেক বেড়েছে।

 আগে দোহাজারীর লোকজন রেলসেবা পেলেও এখন কক্সবাজার পর্যন্ত তা বিস্তৃত হয়েছে। তা সত্যি গর্বের বিষয়। 

চট্টগ্রাম থেকে কক্সবাজার কমিউটার ট্রেন চালু হলে সমস্যার সমাধান হয়ে যাবে।

 তবে কবে নাগাদ এ ট্রেন চালু হবে তার অপেক্ষায় দক্ষিণ চট্টগ্রামের লোকজন। 

চট্টগ্রাম-দোহাজরী- কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা অবিলম্বে এই ট্রেনগুলো পুনরায় চালু করে এলাকার মানুষের দুর্ভোগ লাগাবে মাননীয়  রেলমপথ মন্ত্রণালয়ের  উপদেষ্টা ও সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন