বান্দরবানের জেলা ও পৌরসভার প্রশাসককে এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী প্রদান।
বান্দরবানের জেলা ও পৌরসভার প্রশাসককে এপেক্স বাংলাদেশের ডিরেক্টরী প্রদান।
বান্দরবানের জেলা প্রসাশক শারমিন আইরিনি ও পৌরসভার প্রসাশক এস এম মন্জুরুল হকসহ প্রসাশনিক কর্মকর্তাদের মাঝে
এপেক্স বাংলাদেশের ২০২৫ বর্ষের ডিরেক্টরী প্রদান করা হয়েছে।
গতকাল এপেক্স ক্লাব অব বান্দরবানের পক্ষ হতে এ ডিরেক্টরী হস্তান্তর করেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক ও পৌরসভার হিসার রক্ষণ কর্মকর্তা এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান।
এ সময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জেলা ৩ এর গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান,পিডিজি ৩ এপে. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি নিনি প্রু, আইপিপি এপে. মোজাম্মেল হকসহ এপেক্সিয়ানবৃন্দ।
এ সময় জেলা প্রসাশকদয় এপেক্স বাংলাদেশ এর মানবিক কাজের প্রশংসা করেন এবং আন্তর্জাতিক সেবা সংগঠন হিসাবে মানুষের কল্যানে আরও বেশি বেশি সেবা পরিচালনা করার আহবান জানান।

Comments
Post a Comment