এপেক্স ক্লাব অব পটিয়ার ১১০তম ডিনার মিটিং ও জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসানের জন্মদিন উদযাপন



এপেক্স ক্লাব অব পটিয়ার ১১০তম ডিনার মিটিং ও জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসানের জন্মদিন উদযাপন

​পটিয়া, চট্টগ্রাম: আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার ১১০তম ডিনার মিটিং এবং এপেক্স বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের জন্মদিন গত ২০ সেপ্টেম্বর পটিয়ার খুশবু ডাইন রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান আলমগীর আলমের সভাপতিত্বে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি (এনইএস) এপেক্সিয়ান মো. লিয়াকত আলী। এছাড়াও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব পটিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মুহাম্মদ জসিম উদ্দিন, ডিস্ট্রিক্ট ৩-এর এডিটর এপেক্সিয়ান মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, ট্রেজারার মোরশেদ রেজা, এপেক্সিয়ান শফিকুল আলম বশর, ফ্লোর মেম্বার প্রভাষক ফারুক আহমেদ রাজু, নাফিজ করিম চৌধুরী, মোহাম্মদ রুবেল, আলী কদর জীবন এবং ঋতু আকতারসহ অন্যান্যরা।

​বক্তারা তাঁদের বক্তব্যে এপেক্স ক্লাব অব পটিয়ার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, "এপেক্স ক্লাব অব পটিয়া তার জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।" বক্তারা আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে আরও বেশি সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এপেক্স বাংলাদেশ-এর সুনাম বৃদ্ধিতে পটিয়া ক্লাব অগ্রণী ভূমিকা পালন করবে।

​সভাপতির বক্তব্যে এপেক্সিয়ান আলমগীর আলম আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য সাধারণ সভাসহ (এজিএম) সংগঠনের সকল কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

​ডিনার মিটিং শেষে কেক কেটে এবং নানা আয়োজনের মধ্য দিয়ে এপেক্স বাংলাদেশ-এর ডিস্ট্রিক্ট ৩-এর গভর্নর ও পটিয়া ক্লাবের ফাউন্ডার ও চার্টার প্রেসিডেন্ট এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানের জন্মদিন উদযাপন করা হয়।

Comments

Popular posts from this blog

নিয়ম বহির্ভূতভাবে শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে সুযোগ না দেওয়ায় মানববন্ধন করলো রাজউক উত্তরা মডেল কলেজ এর শিক্ষার্থী ও অভিভাবক

কক্সবাজারে আশ্রিতের স্ত্রীকে ধর্ষণ অতঃপর স্বামীকে হত্যা

পটিয়া হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের পূর্ণমিলনী উৎসব আনন্দঘন পরিবেশে সম্পন্ন