১২-ডিজিট টিআইএন দাখিল সংক্রান্ত 184A এর সংশোধিত বিধান
অর্থ আইন, ২০১৭ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ ধারা 184A প্রতিস্থাপন করে ১২-ডিজিট টিআইএন গ্রহণ, পরীক্ষা ও যাচাইয়ের বিধানে
পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, আয়কর অধ্যাদেশের অন্য কোন বিধানে যা-ই বলা থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে একজন ব্যক্তিকে তার নামে ১২-ডিজিট টিআইএন থাকার প্রমাণ (Proof of holding twelve-digit Taxpayer’s Identification Number) প্রদান করতে হবে:
(১) আমদানির জন্য এলসি খোলা;
(২) আমদানি রেজিস্ট্রেশন সনদ বা রপ্তানি রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন;
(৩) সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স ইস্যু বা নবায়ন;
(৪) দ্রব্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা প্রদানের জন্য কোন নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্ট দাখিল;
(৫) কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) আওতায় নিবন্ধিত কোন ক্লাবের সদস্য পদের জন্য আবেদনপত্র দাখিল;
(৬) সাধারণ বীমার সার্ভেয়ার লাইসেন্স ইস্যু বা নবায়ন, কিংবা সার্ভেয়ার হিসেবে তালিকাভুক্তি;
(৭) কোন নিবাসী কর্তৃক সিটি কর্পোরেশন বা জেলা সদরস্থ পৌরসভা এলাকার ১ লক্ষ টাকার অধিক দলিল মূল্যের জমি, দালান বা এপার্টমেন্ট ক্রয় বা বিক্রয়, বায়নানামা সম্পাদন বা পাওয়ার অব অ্যার্টনি প্রদান/গ্রহণ সংক্রান্ত দলিলের নিবন্ধন প্রাপ্তি;
(৮) ভাড়ায় চালিত বাস, ট্রাক, প্রাইম মুভার, লরি ইত্যাদির রেজিস্ট্রেশন, মালিকানা হস্থান্তর বা ফিটনেস নবায়ন গ্রহণ;
(৯) পাঁচ (০৫) লক্ষ টাকার অধিক ঋণের জন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আবেদন;
(১০) ক্রেডিট কার্ড গ্রহণ;
(১১) চিকিৎসক, দন্তচিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্ট্যান্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা অনুরূপ পেশাজীবী হিসেবে কোন পেশাজীবি সংগঠনের সদস্যপদ গ্রহণ;
(১২) কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়া বা থাকা;
(১৩) Muslim Marriages and Divorces (Registration) Act. 1974 (LII of 1974) এর বিধান অনুসারে বিবাহ নিবন্ধনকারী (Nikah Registrar) হিসেবে লাইসেন্স গ্রহন বা বহাল রাখা;
(১৪) কোন ব্যবসায়িক বা পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ বা বহাল রাখা;
(১৫) দালান/ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য রাজধানী উন্নয়ন কর্র্র্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বা সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের নিকট আবেদন;
(১৬) ড্রাগ লাইসেন্স গ্রহণ বা বহাল রাখা;
(১৭) বাণিজ্যিক গ্যাস সংযোগ গ্রহণ বা বহাল রাখা;
(১৮) সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কোন বাণিজ্যিক বৈদ্যুতিক সংযোগ গ্রহণ বা বহাল রাখা;
(১৯) কোন মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা হস্থান্তর বা ফিটনেস নবায়ন;
(২০) ভাড়ায় চালিত লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্প-বার্জ ইত্যাদি নৌযানের সার্ভে সনদ গ্রহণ বা বহাল রাখা;
(২১) কোন বীমা কোম্পানির এজেন্সি সনদ রেজিস্ট্রেশন বা নবায়ন;
(২২) জেলা প্রশাসকের কার্যালয় বা ক্ষেত্রমতে, পরিবেশ অধিদপ্তর হতে ইট উৎপাদনের জন্য অনুমতিপত্র সংগ্রহ বা নবায়ন;
(২৩) উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া;
(২৪) সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক শিক্ষাক্রম/কারিকুলাম অনুযায়ী পাঠদানরত কোন ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তান বা নির্ভরশীলকে ভর্তি করানো;
(২৫) সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী (employee) হিসেবে সংশ্লিষ্ট আয় বছরের যে কোন সময় ১৬০০০ (ষোল হাজার) টাকা বা তার অধিক মূল বেতন উত্তোলন;
(২৬) Monthly Payment Order (MPO) এর আওতায় সরকার থেকে মাসিক ১৬,০০০/- টাকার বেশি অর্থ গ্রহণ;
(২৭) Employee হিসেবে ব্যবস্থাপনা ও প্রশাসনিক পদে বা উৎপাদনের সুপারভাইজরী পদে কাজ করা (তার বেতন-ভাতাদি যা-ই হোক না কেন);
(২৮) কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশীপ (যে নামেই অভিহিত হোক) গ্রহণ বা বহাল রাখা;
(২৯) মোবাইল ব্যাংকিং বা অন্য কোন ইলেকট্রনিক মাধ্যমে অর্থ স্থানান্তর/হস্থান্তর অথবা মোবাইল ফোন রিচার্জ সংশ্লিষ্ট সেবার বিপরীতে কমিশন, ফি বা অন্য কোন অর্থ প্রাপ্তি;
(৩০) কোন নিবাসী কর্তৃক উপদেষ্টা/কনসালটেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে কোন কোম্পানি থেকে অর্থ প্রাপ্তি; এবং
(৩১) আমদানি বা রপ্তানির জন্য বিল অব এন্ট্রি বা বিল অব এক্সপোর্ট দাখিল;
১২-ডিজিট টিআইএন থাকার প্রমাণ বলতে (ক) বা (খ) এর যে কোনটিকে বুঝাবে:
(ক) সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং ১২-ডিজিট টিআইএন সম্বলিত কোন সনদ (যেমন, টিআইএন সনদ, রির্টান দাখিল সনদ বা কর পরিশোধ সনদ), যা উপ কর কমিশনার কর্তৃক বা এতদুদ্দেশ্যে বোর্ড নির্ধারিত কোন সিস্টেম কর্তৃক ইস্যুকৃত,
অথবা,
(খ) প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির আয়কর রির্টানের প্রাপ্তি স্বীকারপত্র ((acknowledgment receipt of return of income) যাতে উক্ত ব্যক্তির নাম এবং ১২-ডিজিট টিআইএন উল্লেখ রয়েছে।
সাধারণ বা বিশেষ আদেশ জারীর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কোন ব্যক্তিকে ১২-ডিজিট টিআইএন গ্রহণ হতে অব্যাহতি দিতে পারবে।
উপধারা (৫) এ বলা হয়েছে, উপধারা (৩) এ বর্ণিত ক্ষেত্রসমূহে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক ১২-ডিজিট টিআইএন থাকার প্রমাণ দাখিল না করা পর্যন্ত অথবা ঐ ব্যক্তিকে ১২-ডিজিট টিআইএন দাখিল হতে অব্যাহতিপ্রাপ্ত মর্মে জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ/সনদ দাখিল না করা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত ব্যক্তির আবেদন বা মনোনয়ন প্রসেস, (খ) লাইসেন্স, সনদ, সদস্যপদ, পারমিশন, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশীপ অনুমোদ, (গ) ঋণ অনুমোদ, (ঘ) ক্রেডিট কার্ড ইস্যু, (ঙ) কানেকশন প্রদান বা বজায় রাখা, (চ) নিবন্ধন প্রদান, বা (ছ) অর্থ পরিশোধ (যে ক্ষেত্রে যেটি প্রযোজ্য) হতে বিরত থাকবেন।
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি উপধারা (৫) এর বিধান লংঘন করেন, অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে ১২-ডিজিট টিআইএন থাকার বিষয়টি পরীক্ষা না করেন তাহলে তার উপর ধারা 124AA এর বিধান অনুসারে জরিমানা আরোপযোগ্য হবে।
যার নিকট ধারার আওতায় ১২-ডিজিট টিআইএন থাকার প্রমাণ দাখিল করা হবে তিনি দাখিলকৃত ১২-ডিজিট টিআইএন এর সঠিকতা বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে যাচাই করবেন। ব্যর্থতায় সংশ্লিষ্ট ব্যক্তির উপর ধারা 124AA এর বিধান অনুসারে জরিমানা আরোপযোগ্য হবে।
জনস্বার্থে: কর্পোরেট সংবাদ।
পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, আয়কর অধ্যাদেশের অন্য কোন বিধানে যা-ই বলা থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে একজন ব্যক্তিকে তার নামে ১২-ডিজিট টিআইএন থাকার প্রমাণ (Proof of holding twelve-digit Taxpayer’s Identification Number) প্রদান করতে হবে:
(১) আমদানির জন্য এলসি খোলা;
(২) আমদানি রেজিস্ট্রেশন সনদ বা রপ্তানি রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন;
(৩) সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স ইস্যু বা নবায়ন;
(৪) দ্রব্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা প্রদানের জন্য কোন নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্ট দাখিল;
(৫) কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সনের ১৮ নং আইন) আওতায় নিবন্ধিত কোন ক্লাবের সদস্য পদের জন্য আবেদনপত্র দাখিল;
(৬) সাধারণ বীমার সার্ভেয়ার লাইসেন্স ইস্যু বা নবায়ন, কিংবা সার্ভেয়ার হিসেবে তালিকাভুক্তি;
(৭) কোন নিবাসী কর্তৃক সিটি কর্পোরেশন বা জেলা সদরস্থ পৌরসভা এলাকার ১ লক্ষ টাকার অধিক দলিল মূল্যের জমি, দালান বা এপার্টমেন্ট ক্রয় বা বিক্রয়, বায়নানামা সম্পাদন বা পাওয়ার অব অ্যার্টনি প্রদান/গ্রহণ সংক্রান্ত দলিলের নিবন্ধন প্রাপ্তি;
(৮) ভাড়ায় চালিত বাস, ট্রাক, প্রাইম মুভার, লরি ইত্যাদির রেজিস্ট্রেশন, মালিকানা হস্থান্তর বা ফিটনেস নবায়ন গ্রহণ;
(৯) পাঁচ (০৫) লক্ষ টাকার অধিক ঋণের জন্য কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আবেদন;
(১০) ক্রেডিট কার্ড গ্রহণ;
(১১) চিকিৎসক, দন্তচিকিৎসক, আইনজীবী, চার্টার্ড একাউন্ট্যান্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা অনুরূপ পেশাজীবী হিসেবে কোন পেশাজীবি সংগঠনের সদস্যপদ গ্রহণ;
(১২) কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়া বা থাকা;
(১৩) Muslim Marriages and Divorces (Registration) Act. 1974 (LII of 1974) এর বিধান অনুসারে বিবাহ নিবন্ধনকারী (Nikah Registrar) হিসেবে লাইসেন্স গ্রহন বা বহাল রাখা;
(১৪) কোন ব্যবসায়িক বা পেশাজীবী সংগঠনের সদস্যপদ গ্রহণ বা বহাল রাখা;
(১৫) দালান/ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য রাজধানী উন্নয়ন কর্র্র্তৃপক্ষ (রাজউক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) বা সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের নিকট আবেদন;
(১৬) ড্রাগ লাইসেন্স গ্রহণ বা বহাল রাখা;
(১৭) বাণিজ্যিক গ্যাস সংযোগ গ্রহণ বা বহাল রাখা;
(১৮) সিটি কর্পোরেশন, পৌরসভা বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কোন বাণিজ্যিক বৈদ্যুতিক সংযোগ গ্রহণ বা বহাল রাখা;
(১৯) কোন মোটরযানের রেজিস্ট্রেশন, মালিকানা হস্থান্তর বা ফিটনেস নবায়ন;
(২০) ভাড়ায় চালিত লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম্প-বার্জ ইত্যাদি নৌযানের সার্ভে সনদ গ্রহণ বা বহাল রাখা;
(২১) কোন বীমা কোম্পানির এজেন্সি সনদ রেজিস্ট্রেশন বা নবায়ন;
(২২) জেলা প্রশাসকের কার্যালয় বা ক্ষেত্রমতে, পরিবেশ অধিদপ্তর হতে ইট উৎপাদনের জন্য অনুমতিপত্র সংগ্রহ বা নবায়ন;
(২৩) উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া;
(২৪) সিটি কর্পোরেশন, জেলা সদর বা পৌরসভা এলাকায় অবস্থিত আন্তর্জাতিক শিক্ষাক্রম/কারিকুলাম অনুযায়ী পাঠদানরত কোন ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তান বা নির্ভরশীলকে ভর্তি করানো;
(২৫) সরকার অথবা সরকারের কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের বা প্রচলিত কোন আইন, আদেশ বা দলিলের মাধ্যমে গঠিত কোন কর্তৃপক্ষ, কর্পোরেশন, সত্তা বা ইউনিটের কর্মচারী (employee) হিসেবে সংশ্লিষ্ট আয় বছরের যে কোন সময় ১৬০০০ (ষোল হাজার) টাকা বা তার অধিক মূল বেতন উত্তোলন;
(২৬) Monthly Payment Order (MPO) এর আওতায় সরকার থেকে মাসিক ১৬,০০০/- টাকার বেশি অর্থ গ্রহণ;
(২৭) Employee হিসেবে ব্যবস্থাপনা ও প্রশাসনিক পদে বা উৎপাদনের সুপারভাইজরী পদে কাজ করা (তার বেতন-ভাতাদি যা-ই হোক না কেন);
(২৮) কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশীপ (যে নামেই অভিহিত হোক) গ্রহণ বা বহাল রাখা;
(২৯) মোবাইল ব্যাংকিং বা অন্য কোন ইলেকট্রনিক মাধ্যমে অর্থ স্থানান্তর/হস্থান্তর অথবা মোবাইল ফোন রিচার্জ সংশ্লিষ্ট সেবার বিপরীতে কমিশন, ফি বা অন্য কোন অর্থ প্রাপ্তি;
(৩০) কোন নিবাসী কর্তৃক উপদেষ্টা/কনসালটেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ বা সেবা প্রদানের বিপরীতে কোন কোম্পানি থেকে অর্থ প্রাপ্তি; এবং
(৩১) আমদানি বা রপ্তানির জন্য বিল অব এন্ট্রি বা বিল অব এক্সপোর্ট দাখিল;
১২-ডিজিট টিআইএন থাকার প্রমাণ বলতে (ক) বা (খ) এর যে কোনটিকে বুঝাবে:
(ক) সংশ্লিষ্ট ব্যক্তির নাম এবং ১২-ডিজিট টিআইএন সম্বলিত কোন সনদ (যেমন, টিআইএন সনদ, রির্টান দাখিল সনদ বা কর পরিশোধ সনদ), যা উপ কর কমিশনার কর্তৃক বা এতদুদ্দেশ্যে বোর্ড নির্ধারিত কোন সিস্টেম কর্তৃক ইস্যুকৃত,
অথবা,
(খ) প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির আয়কর রির্টানের প্রাপ্তি স্বীকারপত্র ((acknowledgment receipt of return of income) যাতে উক্ত ব্যক্তির নাম এবং ১২-ডিজিট টিআইএন উল্লেখ রয়েছে।
সাধারণ বা বিশেষ আদেশ জারীর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড কোন ব্যক্তিকে ১২-ডিজিট টিআইএন গ্রহণ হতে অব্যাহতি দিতে পারবে।
উপধারা (৫) এ বলা হয়েছে, উপধারা (৩) এ বর্ণিত ক্ষেত্রসমূহে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক ১২-ডিজিট টিআইএন থাকার প্রমাণ দাখিল না করা পর্যন্ত অথবা ঐ ব্যক্তিকে ১২-ডিজিট টিআইএন দাখিল হতে অব্যাহতিপ্রাপ্ত মর্মে জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ/সনদ দাখিল না করা পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উক্ত ব্যক্তির আবেদন বা মনোনয়ন প্রসেস, (খ) লাইসেন্স, সনদ, সদস্যপদ, পারমিশন, ভর্তি, এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশীপ অনুমোদ, (গ) ঋণ অনুমোদ, (ঘ) ক্রেডিট কার্ড ইস্যু, (ঙ) কানেকশন প্রদান বা বজায় রাখা, (চ) নিবন্ধন প্রদান, বা (ছ) অর্থ পরিশোধ (যে ক্ষেত্রে যেটি প্রযোজ্য) হতে বিরত থাকবেন।
দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি উপধারা (৫) এর বিধান লংঘন করেন, অর্থাৎ প্রযোজ্য ক্ষেত্রে ১২-ডিজিট টিআইএন থাকার বিষয়টি পরীক্ষা না করেন তাহলে তার উপর ধারা 124AA এর বিধান অনুসারে জরিমানা আরোপযোগ্য হবে।
যার নিকট ধারার আওতায় ১২-ডিজিট টিআইএন থাকার প্রমাণ দাখিল করা হবে তিনি দাখিলকৃত ১২-ডিজিট টিআইএন এর সঠিকতা বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে যাচাই করবেন। ব্যর্থতায় সংশ্লিষ্ট ব্যক্তির উপর ধারা 124AA এর বিধান অনুসারে জরিমানা আরোপযোগ্য হবে।
জনস্বার্থে: কর্পোরেট সংবাদ।

Comments
Post a Comment