চট্টগ্রামে সাংবাদিক আবু বকর চৌধুরী’র শোকসভা অনুষ্ঠিত
মুকতাদের আজাদ খান, ৩১ জানুয়ারীঃ দৈনিক মানবকণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু বকর চৌধুরীকে শোক ও শ্রদ্ধায় স্মরণ করলো চট্টগ্রাম অঞ্চলে কর্মরত প্রিন্ট ও অনলাইন সংবাদকর্মীবৃন্দ। দৈনিক মানবকণ্ঠের সাবেক বার্তা সম্পাদক সদ্য প্রয়াত সাংবাদিক আবু বকর চৌধুরী’র শোকসভা ও দোয়া মাহফিল আজ ৩১ জানুয়ারী (২০১৯) বৃহস্পতিবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর কদম মোবরক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আবু বকর চৌধুরী ছিলেন- পেশাদার সাংবাদিক। গণমানুষের সাথে এ দেশের সাংবাদিক সমাজের সম্পর্ক উন্নয়নে যেসব নির্ভীক সাংবাদিক ভূমিকা রেখেছিলেন তাদের মধ্যে আবু বকর চৌধুরী উল্লেখযোগ্য। চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি কবি কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও...