Posts

Showing posts from February, 2019

পিআইবি'র মহাপরিচালক শাহ আলমগীর’র ইন্তেকালে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবে'র শোক

Image
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)'র মহাপরিচালক শাহ আলমগীর আজ ইন্তেকাল করেন। ২৮ ফেব্রুয়ারী ২০১৯ বৃহস্পতিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন- চট্টগ্রাম অঞ্চলে বিশেষত: অনলাইন গনমাধ্যমে কর্মরত সাংবাদিক সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। গনমাধ্যমে পাঠানো শোক বার্তায় স্বাক্ষর করেন- চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সিনিয়র সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন সোহেল, সহ-সভাপতি সাইদুল হাসান মিঠু, সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম মুজাহিদুল ইসলাম বাতেন, যুগ্ম সম্পাদক লায়ন মোহাম্মদ আবু ছালেহ্, সহ-সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ অরণ্য, অর্থ সম্পাদক কামরুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক এস ডি জীবন, দপ্তর সম্পাদক হোসেন মিন্টু ও নির্বাহী সদস্য মীর মোহাম্মদ আসলাম। ...

‘বাংলাভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি এখন সময়ের দাবি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি : বায়ান্ন’র একুশ চেতনা বিকাশের বাতিঘর

Image
বাংলাভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি এখন সময়ের দাবি শীর্ষক সেমিনার ২৫ ফেব্রুয়ারি (সোমবার) ২০১৯ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মানবতাবাদী লেখক ও কলামিস্ট আ.ফ.ম. মফিজুর রহমান বলেন- বায়ান্ন’র একুশ চেতনা বিকাশের বাতিঘর। তিনি উল্লেখ করেন বিশ্বে চলমান ভাষার মধ্যে বাংলাভাষার অবস্থান সপ্তম স্থান। জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে ৬টি ভাষা। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্বে ভাষাগত ব্যবহারিক কাজে আমাদের অবস্থান তৃতীয় পর্যায়ে নিয়ে যেতে পারলে জাতিসংঘে দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাভাষার স্বীকৃতির বিষয়টি অধিকতর সহজ হবে বলে আমি মনে করি। তিনি আরো বলেন, এখনই বিশ্বের বিভিন্ন দেশে বাংলাভাষা শিক্ষা বিষয়ক একাডেমি সরকারি-বেসরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিতে হবে এবং বিশ্বের সকল দেশে শহীদ মিনার স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঞ্চালনায় ছিলেন দৈন...

ফটো সাংবাদিক মনোয়ার হোসেনের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Image
রেজা মোহাম্মদ জামশেদ: দৈনিক সাঙ্গুর ফটো সাংবাদিক মনোয়ার হোসেনের শোকসভা ও দোয়া মাহফিল ১৮ ফেব্রুয়ারি (সোমবার) ২০১৯ সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাপ্তাহিক চাটগাঁর সংবাদ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, মনোয়ার হোসেন সক্রিয় ফটো সাংবাদিক ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সর্বদা জাগ্রত ছিলেন। প্রধান অতিথি আরো বলেন, সাংবাদিকতা একটি চলমান বিজ্ঞান, পেশা এবং গবেষণাও বটে। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন পাক্ষিক অধিকার সম্পাদক রুপন দত্ত। শোকসভার আলোচনায় অংশ নেন- দৈনিক মুক্তবাণী’র চীফ রিপোর্টার ওচমান জাহাঙ্গীর, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, দেশ-বিদেশ টুয়েন্টিফোরডট কম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, দৈনিক দেশ বার্তা ডটকম এর সম্পাদক লায়ন মো: আবু ছালেহ্, দৈনিক গিরিদর্পণের প্রতিনিধি সি আর বিধান বড়ুয়া, সাপ্তাহিক চাটগাঁর চ...

আদমব্যাপারী ও নারী ব্যবসায়ী জাবেদ হোসেন ও জাহেদ হোসেন এর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Image
সৌদিআরবে মক্কা শরীফের আদম ব্যবসায়ী ও নারী ব্যবসায়ী   জাবেদ হোসেন   পিতা- মৃত মনির আহমদ বাড়ী চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের খান মোহনা গ্রামে। তার ভাই জাহেদ হোসেন দেশের সকল কর্মকান্ড পরিচালনা   করেন তার সহযোগী হয়ে।আদমব্যবসা করে মানুষকে পথে বসিয়ে নিজে বানিয়েছে টাকার পাহাড় সৌদি আরবে নারী নিয়ে গিয়ে নারী ব্যবসার ও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি জাহেদের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা হয় এবং গ্রেফতার হয়। কিন্তু সে টাকা দিয়ে ধরা ছোয়ার বাইরে রয়েছে।তাদের দু জনের বিরুদ্ধে আর ও একটি অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়েছে যার এস ডি আর নং ১৯০৯/১৮ । উক্ত অভিযোগের সুত্রে জানা যায়।বাদী জনাব মোহাম্মদ আবু ছালেহ্ এর নিকট হতে সৌদি আরবের ভিসা বাবৎ জাবেদের পক্ষে তারই ছোট ভাই জাহেদ তিন লক্ষ ত্রিশ হাজার টাকা নেয়। কিন্তু যে ভিসাটি তাদের কাছ থেকে ক্রয় করা হয় সে ভিসাটি জাবেদ প্রতারণা করে অন্যত্র বিক্রি করে দেয়।বাদী তাদের কাছ থেকে ভিসার টাকা ফেরৎ চাইলে উক্ত ভিসার টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানায়। জাবেদ দেশে বিয়ে করতে আসলে তাকে এ বিষয়ে সুরাহা করার জন্য বলা হলে সে কৌশলে সময় ক্ষেপন ক...

চট্টগ্রামে সাংবাদিক সাগর-রুনি হত্যার ৭ম বার্ষিকীতে সাংবাদিক নির্যাতন প্রতিবাদ দিবস ঘোষণা করার আহ্বান

Image
রেজা মোঃ জামশেদ: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে বক্তারা ওই দিনকে সাংবাদিক নির্যাতন প্রতিবাদ দিবস ঘোষণা করার আহ্বান জানান। আজ ১৩ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্ল্ড এসোসিয়েশন অব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক নির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ সাংবাদিক নেতা মইনুদ্দীন কাদেরী শওকত সাগর-রুনি হত্যার দিনটিকে সাংবাদিক নির্যাতন প্রতিবাদ দিবস ঘোষণা করার আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, পরিতাপের বিষয় এই যে, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকান্ডের পর ৭ বছর পেরিয়ে গেলও হত্যাকারীদের আজও শনাক্ত কিংবা গ্রেফতার করা যায়নি। তিনি বলেন, হত্যাকারীরা শনাক্ত কিংবা গ্রেফতার না হওয়ার মূল কারণ উক্ত মামলার তদন্ত প্রভাবমুক্ত ছিল না। তিনি আরো বলেন, পরিস্থিতি বলছে বিচার প্রক্রিয়াও থমকে আছে। তিনি অনতিবিলম্বে চাঞ্চল্যকর এই মামলার খুনীদের গ্রেফতার পূর্বক শাস্...

‘বাসাসপ সম্মাননা-২০১৮’ পেলেন লায়ন এইচ.এম. ওসমান সরওয়ার

Image
রেজা মোঃ জামশেদ:  সমাজসেবা ও সুশিক্ষা বিস্তারে ব্যাপক অবদান রাখায় ‘বাসাসপ সম্মাননা-২০১৮’ পেলেন লায়ন এইচ.এম. ওসমান সরওয়ার। তিনি শিক্ষকতার মহান পেশায় একযুগ ধরে নিয়োজিত আছেন, পাশাপাশি মসজিদ, ফোরকানিয়া মাদ্রাসা, পাঠাগার ও বেশ কয়েকটি স্কুল প্রতিষ্ঠা করেন এবং বেশ কয়েকটি সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্দ্যোগে মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিবারের (বাসাসপ) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট, সনদপত্র, ও প্রাইজবন্ড গ্রহণ করেন। অনুষ্ঠানে জীবনানন্দ দাশ একাডেমী পুরস্কার, কবি জসীম উদ্দীন একাডেমী পুরস্কার, মাইকেল মধূসুদন একাডেমী পুরস্কার, শেরে বাংলা সংসদ পুরস্কার, জয়বাংলা সাহিত্য পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মুজাহিদীকে কাব্যরত্ন-২০১৮ ঘোষণা করা হয়। এছাড়া ভারতের দীলিপ দাশ, প্রবীর কুমার চৌধুরী, দৈনিক পূর্বদেশের সাহিত্য সম্পাদক কমরুদ্দিনসহ সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সতেরো জনকে সম্মাননা প্রদান করা হ...

বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাইন্ডেশনে'র উদ্যোগে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল উদ্বোধন

Image
বাংলাদেশ যুবকল্যাণ মানবাধিকার ফাইন্ডেশনে'র উদ্যোগে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল উদ্বোধন  করেছেন লায়ন ডাঃ আর কে রুবেল, এতে আরো উপস্থিত ছিলেন ডাঃ জামাল উদ্দিন,  টকি দাশ,ডা সুজন, ডাঃ প্রনব দাশ, ডাঃ সুভাষ লোধ।  

এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক নিয়মে ক্যারম প্রশিক্ষণ ও প্রতিযোগিতা অনুষ্ঠিত।

Image
ওসমান সরওয়ারঃবাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে এশিয়ান আবাসিক স্কুল  অ্যান্ড কলেজে আন্তর্জাতিক নিয়মে ক্যারম প্রশিক্ষণ ও প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ৮ম শ্রেণির ইমন দে, ২য় হয়েছে  মুরাদ হোছেন ও ৩য় হয়েছে ১০ম শ্রেণির সুদিপ্ত সেন। এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক  আশরাফ আহমেদ লিয়ন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ক্যারম ফেডারেশনের সাধারণ চেয়ারম্যান শাহাদাত হোসেন  , বাংলাদেশ জাতীয় ক্যারম দলের খেলোয়াড়  সালাহ উদ্দীন কাইসার, স্টাফ ও আম্পায়ার মোঃ হাসান আলী, ক্রীড়া সাংবাদিক এম এ রাশেদ ও এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার প্রমূখ। অতিথিরা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং প্রধান অতিথি আশাবাদ ব্যাক্ত করে বলেন ছাত্র-ছাত্রীকে প্রশিক্ষণের মাধ্যমে ভালো ক্যারম খেলোয়াড়  হিসেবে গড়ে তোলা  হবে। আজ যারা বিজয় হয়েছে তাদেরকে চট্টগ্রাম ও ঢাকার উল্লেখযোগ্য ক্যারম টুর্নামেন্টে অংশ গ্রহণ করার সুযোগ দেওয়া হবে  ।

অ্যাডভোকেট নুরুছাফা তালুকদার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

Image
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব নুরুছাফা তালুকদারের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল আজ ৩ ফেব্রুয়ারি (২০১৯) রবিবার বিকেল ৫টায় চট্টগ্রাম নগরীর কদম মোবরক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট ও বিএমএ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম বলেন, তিনি ছিলেন নির্লোভ, নিরহংকার ও সজ্জন আইনজীবি। ৭৫ পরবর্তী সময়ে চট্টগ্রাম আওয়ামী লীগ বিশেষ করে উত্তর চট্টগ্রামের আওয়ামী লীগকে সংগঠিতকরণে তাঁর ভূমিকা ছিল অনন্য। বর্তমান তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে তিনি উৎসাহ ও সাহস দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য উৎসর্গ করেছিলেন। তিনি বলতেন, আমি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জননেত্রী শেখ হাসিনার জন্য তোমাকে উৎসর্গ করলাম। দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি কবি কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভা ও দ...