৯১ এ ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে শোক র্যালি ও দোয়া মাহফিল
চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে শোক র্যালি ও দোয়া মাহফিল পরবর্তী সভায় বক্তারা- উপকূল রক্ষায় কার্যকর ভূমিকা চাই। ২৯ এপ্রিল ১৯৯১ সংঘটিত প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূল আজও অরক্ষিত। সাইক্লোন শেল্টারগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। সরকার উপকূল রক্ষায় হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করলেও সংশ্লিষ্ট সংস্থা এবং ঠিকাদারদের অতিলাভ মানসিকতায় কাজের মান যেনতেন হচ্ছে। বিষয়টির লাঘাম এখনই টেনে ধরতে হবে। ঘূর্ণিঝড় ‘ফণি’র সম্ভাব্য আঘাত নিয়ে যখন মিডিয়ায় আলোচনা হচ্ছে তখন উপকূলীয় বাসিন্দাদের পাশাপাশি আমাদের বুকও থর থর করে কাঁপছে। চট্টগ্রাম নগরী ৪০ মোমিন রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরবর্তীতে শোক র্যালি জামাল খান সড়ক প্রদক্ষিণ শেষে চেরাগী পাহাড় মোড় চত্বরে এক উন্মুক্ত আলোচনা সভায় মিলিত হয়। ২৯ এপ্রিল (সোমবার) বিকেল ৫টায় অনুষ্ঠিত দোয়া মাহফিল ও উন্মুক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। বিজয়’৭১-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্...