Posts

Showing posts from July, 2021

বিশ্ব বিবেক স্বামী বিবেকানন্দ স্মরণে সাহিত্য সন্ধ্যা

Image
বিশ্ব বিবেক স্বামী বিবেকানন্দ স্মরণে সাহিত্য সন্ধ্যা নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বিশ্ব বিবেকখ্যাত মানবতার বাতিঘর,ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,স্বামী বিবেকানন্দের ১১৯তম প্রয়াণবার্ষিকী স্মরণে এক সাহিত্য সন্ধ্যা গতকাল ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা, গান ও আবৃত্তিতে অংশগ্রহণ করেন অধ্যাপক রিপন চক্রবর্তী, সাংবাদিক ও সমাজ সংগঠক লায়ন এম, আবু ছালেহ, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ, সম্পাদক আসিফ ইকবাল, সহ সভাপতি সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী, সঙ্গীতশিল্পী লিপি রাণী শীল, শিক্ষক বিজয় শংকর চৌধুরী, সঙ্গীতশিল্পী সঙ্গীতা চৌধুরী, সুমন চৌধুরী,সাফাত সানাউল্লাহ শিহাব রহমান, কাব্য দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন বিশ্ব মানবতার অন্যতম বাতিঘর,শান্তি ও সাম্যের বাণী প্রচারক বীর সন্ন্যাসী,বিশ্ব পরিব্রাজক" মহা মানব যূগনায়ক স্বামী বিবেকানন্দ। সমাজের এই অবক্ষয়ে স্বামী বিবেকানন্দের আদর্শের তেজস্বী যুবকদের দরকার প্রতি ঘরে ঘরে। স্বামীজী'র আদর্শ অমর হয়ে থাকুক,আমাদের চিন্তা, চেতনায়, আমাদের অস্তিত্বে,আমাদের শক্তি হয়ে।সত্য সুন্দরে নিয়ত চলন থাকুক উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে।

শিশুতোষ ছড়া ✍️ এম এ ছালেহ্

Image
  শিশুতোষ ছড়া ✍️ এম এ ছালেহ্  ওদের এখন মন ভাল নেই  নেইতো মনে খুশি, পাঠশালাতে যায়না বলে দুঃখ রাখে পুষি।  ঘরের কোণে কাটছে সময় মোবাইল কিংবা ট্যাবে, আবার কবে আসবে সেদিন বন্ধু ফিরে পাবে।  একঘেয়েমি এমন জীবন ভাল লাগেনা আর, খোকা খুকু অলস হয়ে করছে যে দিন পার।  সবকিছু হোক আগের মত বিদ্যালয় যাক খুলে, করোনা যাক বিদায় নিয়ে পৃথিবী হাসুক ফুলে।

প্লাষ্টিককে ‘না’ বলুন,পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন: সিটি মেয়র

Image
প্লাষ্টিককে ‘না’ বলুন,পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন: সিটি মেয়র আজ ৩ জুলাই "আন্তর্জাতিক প্লাষ্টিক ব্যাগমুক্ত দিবস" উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী নগরবাসীকে প্লাষ্টিক ব্যবহার থেকে বিরত থেকে প্লাষ্টিককে 'না' বলার এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেন, নালা-নর্দমা, খাল-বিল, নদী-সাগর এখন ক্ষতিকর প্লাষ্টিকে সয়লাব। শহর নগর গ্রামের রাস্তাঘাটসহ যত্রতত্র প্লাষ্টিকের ছড়াছড়ি। এসব প্লাষ্টিক বোতল ও পলিথিন ব্যাগের বেশির ভাগই পূনর্ব্যবহার, পুনঃ চক্রায়ন না করে প্রাকৃতিক পরিবেশে যত্রতত্র ফেলা হচ্ছে। দেশে এভাবে ক্ষতিকর প্লাষ্টিক ব্যাগ বা পণ্যসমূহ যেখানে সেখানে ফেলে মানুষ নিজেই নিজের বিপদ ডেকে আনছে। কেননা, মানবদেহে এসব প্লাষ্টিক ও এর কণাসমূহ নানারকম মারাত্মক রোগ সৃষ্টি করে। অপচনশীল এসব ক্ষতিকর প্লাষ্টিক নর্দমা, ড্রেনে জমে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি করছে। খাল, নদী ও সমুদ্রের জীববৈচিত্র্য ধ্বংস করছে। পানি, মাটি ও পরিবেশের ভয়াবহ ক্ষতি ডেকে আনছে। তিনি আরো বলেন, আমরা নিত্য প্রয়োজনে প্লাষ্টিক ব্যাগের পরিবর্তে পাটের বা কাপড়ের ব্য...

মহাকবি মাইকেল মধুসুদন দত্ত স্মরণে সাহিত্য সন্ধ্যা

Image
  মহাকবি মাইকেল মধুসুদন দত্ত স্মরণে সাহিত্য  সন্ধ্যা   চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে উনবিংশ শতাব্দীর বিশিষ্ট কবি ও নাট্যকার মহাকবি মাইকেল  ১৪৮ তম প্রয়াণবার্ষিকী স্মরণে "গতি যার নীচ সহ নীচ সে  দুর্মতি" শীর্ষক সাহিত্য সন্ধ্যা সম্প্রতি  ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত হয়। এতে আলোচনা,গান ও অাবৃত্তিতে অংশগ্রহণ করেন পশ্চিমবঙ্গের কবি রাজীব ঘাঁটি, সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ,সম্পাদক অাসিফ ইকবাল, উপদেষ্ঠা সুজিত কুমার দাশ,সহ সভাপতি বিজয় শংকর চৌধুরী, সঙ্গীতশিল্পী লুপর্ণা মুৎসুদ্দী,সঙ্গীতশিল্পী শিক্ষিকা সঙ্গীতা চৌধুরী, কাকলী দাশগুপ্তা, অাবৃত্তিশিল্পী সোমা মূৎসূদ্দী,মণীষা দাশ বৃষ্টি, সুমন চৌধুরী, এস.এম.লিয়াকত হোসেন,সুর্য মূৎসূদ্দী কিংসুক, শিহাব রহমান, কাব্য দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। মধুসূদনের শেষ জীবন চরম দুঃখ ও দারিদ্র্যের মধ্য দিয়ে অতি...

কবিতাঃ বর্ষায় নিমন্ত্রন -কনক কুমার প্রামানিক

Image
  বর্ষায় নিমন্ত্রন কনক কুমার প্রামানিক বর্ষাকালের বাদলা দিনে এসো মোদের বাড়ি কুটুম্বিতায় মন ভরাবো দেবো না যে ছাড়ি। বাঁশ বাগানের শীতল ছায়া দিবো গায়ে মেখে সর্বক্ষণ রাখবো সাথে যাবোনা একা রেখে। আষাঢ় মাসের বড় বেলা সময় দিবো বেশী রাতের বেলা সঙ্গী হবে দূর আকাশে শষী। কথায় কথায় মন ভরাবো সারা নিশি ভর আপন ঘরে ফিরেও যেন ভেবো নাকো পর। মাচাতে বসিয়ে দেবো গাছের শীতল হাওয়া রাখো যদি নিমন্ত্রণ হবে অনেক পাওয়া।  বাড়ির গাছে আম কাঁঠাল তৃপ্ত হবে মন আপ্যায়নে ভুল হবেনা থাকবো সারাক্ষণ। মাঠের তাজা সবজি আর পুকুরে ধরা মাছ কালো গরুর দুধ খেলে মিটবে তোমার আশ। পাখির গানে জাগবে, ভোরের আলো ফুটলে অনেক খুশি হবো যে এমন কুটুম জুটলে। 

মেয়রের উৎসাহ ও দিক-নির্দেশনায় বেড়েছে চসিকের রাজস্ব বিভাগের কর আদায়

Image
মেয়রের উৎসাহ ও দিক-নির্দেশনায় বেড়েছে চসিকের রাজস্ব বিভাগের কর আদায়  নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগ গত অর্থবছরে লক্ষ্যমাত্রার ৪৭ শতাংশ পৌরকর আদায় করেছে। এর মধ্যে বেসরকারি হোল্ডিং ৫১ শতাংশ এবং সরকারি হোল্ডিংয়ে আদায় হয়েছে ৪৪ শতাংশ। বেসরকারি হোল্ডিং থেকে রাজস্ব আদায়ে প্রথম হয়েছে রাজস্ব সার্কেল-৫। গত অর্থ বছরে পৌরকরসহ সব খাত থেকে রাজস্ব বিভাগ আয় করেছে ২৭৯ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৭৮৭ টাকা। তার আগের অর্থবছরে আয় হয়েছিল ২৫৩ কোটি ৭ লাখ ১৯ হাজার ৯৮৬ টাকা। অর্থাৎ গত বছরে ২৬ কোটি ৫১ লাখ ৭১ হাজার ৮০১ টাকা বেশি আদায় হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেন, রাজস্ব বিভাগকে তিনি নিয়মিত মনিটরিং করেন। সার্কেল ভিজিট করে কর আদায়ে উৎসাহ দেন। কর আদায়কারীরা যাতে দ্রুত হোল্ডিং মালিকদের কাছে যেতে পারেন সেই লক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে ঋণ দিয়ে তাদেরকে মোটরসাইকেল কিনে দেয়ার ফাইল তিনি ইতোমধ্যে অনুমোদন করেছেন। এই ঋণের কিস্তি প্রতি মাসে তাদের বেতন থেকে গ্রহণ করা হবে। যারা কর আদায়ে ভাল পারফরমেন্স করেছেন তাদেরকে পুরষ্কার প্রদানেরও ঘোষ...