Posts

Showing posts from December, 2024

সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির চট্টগ্রাম কমিটি গঠন

Image
  সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির চট্টগ্রাম কমিটি গঠন সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটি (এসআরবিএস)'র ১৫ সদস্যের চট্টগ্রাম জেলা কমিটি গঠন করেছে। এতে আবদুল্লাহ মজুমদারকে সভাপতি ও মির্জা ইমতিয়াজ শাওনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।   গতকাল কাজির দেউরি এপোলো মার্কেটের ৩য় তলায়  সেভ দ্য রিভার্স বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আনিসুর রহমান আনিস ও কেন্দ্রীয় কমিটি মুখপাত্র ফিরোজ চাষীর উপস্থিতিতে কমিটি গঠন পক্রিয়া সম্পন্ন হয়। ২০০৯ সাল থেকে দেশের আনাচে-কানাচে নদীকে নিয়ে কাজ করা এ সংগঠনটির কমিটিতে আরো রয়েছেন রয়েছেন আ ফ ম বোরহান, মো. সাজ্জাদ উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, মোসলেহ উদ্দিন খান জুয়েল, জাহেদ কায়সার , সৈকত বড়ুয়া অন্তু, মো. শাহজালাল, মোহাং তানবীর উদ্দিন, সেলিমুজ্জমান মজুমদার, দেওয়ান লিটা,  অ্যাডভোকেট জেসমিন আকতার, আমির হোসেন আতিক, মো. ইমরান ।

পটিয়ায় প্রত্যয়ের ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’

Image
পটিয়ায় প্রত্যয়ের ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’ ‘এসো স্বপ্ন দেখাই, আলো ছড়াই, একসাথে’ স্লোগানে মহান বিজয় দিবসে ‘মুক্তিযুদ্ধের বিজয় উৎসব’ করেছে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি। সোমবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী উৎসবে ছিল মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাংকন প্রতিযোগিতা, বিভিন্ন সংগঠনের দলীয় পরিবেশনা, আলোচনা ও কথামালা, রক্তের গ্রুপ পরীক্ষা, মুক্তিযুদ্ধের গান, নৃত্য, আবৃত্তি, চিত্রনাট্য ও পুরষ্কার বিতরণ।  উৎসব উদ্বোধন করেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর বাঙালি জাতির উৎসব ও আনন্দের দিন। বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন। তাই বিজয়ের দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রত্যয়ের এই আয়োজন নতুন প্রজন্মকে পথ দেখাবে। সেই সাথে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করতে হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি। তিনি বলেন, ‘প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি গত ৯ বছর ধরে পটিয়ায় বড় পরিসরে মুক্তিযুদ্ধের বিজয় উৎসবের আয়োজন করে আসছে। এর মাধ্যমে নতুন প্রজন্ম যুদ্ধকালীন...

এপেক্স ক্লাব অব বান্দরবান এর সহযোগীতায়"শীতকালীন ফুটবল টুর্নামেন্ট" এর শুভ উদ্বোধন

Image
এপেক্স ক্লাব অব  বান্দরবান এর সহযোগীতায়"শীতকালীন ফুটবল টুর্নামেন্ট" এর শুভ উদ্বোধন এপেক্স ক্লাব অব  বান্দরবান এর সহযোগীতায় বান্দরবন সদরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর)"শীতকালীন ফুটবল টুর্নামেন্ট" এর শুভ উদ্বোধন করা হয়েছে ।  উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মো: নুরুল আমীন চৌধুরী আরমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান  কামাল পাশা পিডিজি-৩ এপেক্স বাংলাদেশ,আরো উপস্থিত ছিলেন এপেক্সিয়ান লুসাইমং।সভাপতিত্ব করেন পুলু মং মারমা।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একমাত্র ক্রীড়াই পারে যুব সমাজ কে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে এবং খেলাধুলার মাধ্যমে যুব সমাজ সকল অসামাজিক কাজ থেকে দূরে সরে থাকতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে একমাত্র যুব সমাজ পারে একটি সুস্থ সমাজ গঠন করতে। তাই যুব সমাজ কে এগিয়ে আসার আহ্ববান জানান যাতে অপশক্তিরা আর সমাজের মানুষের ক্ষতি করতে না পারে।মোট ৩৬ টি দল উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। শেষে ফানুস উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন  করেন প্রধান অতিথি।

শীতার্ত পথচারীদের মাঝে পূর্বাশার আলো'র কম্বল বিতরণ

Image
শীতার্ত  পথচারীদের মাঝে পূর্বাশার আলো'র কম্বল বিতরণ  অসহায় শীতার্ত মানুষের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান  আদর্শ শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলো কেন্দ্রীয় কমিটির উদ্যোগে পথচারীদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ সাহাবুদ্দিন।  উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তাসনিম উদ্দীন চৌধুরী ,সংগঠনের প্রতিষ্ঠাতা লেখক আতিকুর রহমান, সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুন , কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক  মুনতাসির মাহমুদ , যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন ত্বকি , সাংগঠনিক সম্পাদক  মোঃ মোরশেদ ,সংগঠক সোহেল রানা , মোঃ কায়সার ,মোঃ সিয়াম ,সানি,  আবদুল্লাহ নুর আইমান, আরিফুল ইসলাম মারুফ ,মোঃ সজিব। নগরীর  বিভিন্ন স্হানে পথচারীদের মাঝে কম্বল বিতরণ করেন।