দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে প্রতিবেশী তিনটি দেশের সম্মতিও মিলেছে। সরকার এরই মধ্যে বাংলাবান্ধা স্থলবন্দর পর্যন্ত সমীক্ষাও চালিয়েছে। ইতিমধ্যে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত প্রায় ৫৭ কিলোমিটার রেললাইন স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে। একনেকে পাস হলে শিগগিরই কাজ শুরু হতে পারে। পর্যায়ক্রমে এ প্রক্রিয়ায় চীনকেও যুক্ত করা হবে বলে জানা গেছে। রেল বিভাগ সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা রুটে ৫৭ কিলোমিটার নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মিত হবে। এ রুটের সঙ্গে সংযোগ দেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হয়ে সোনামসজিদ এলাকার ভারতীয় সীমান্ত পর্যন্ত ৩৭ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হবে। ফলে এটি বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে (বিবিআইএন) রেল সংযোগের অন্যতম রুট হবে। স্থলবন্দরটিতে রেল যোগাযোগ ব্যবস্থা চালু করা গেলে যাত্রী ছাড়াও আমদানি-রপ্তানি মালামাল পরিবহন সহজ ও সাশ্রয়ী হবে। রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) কমল কৃষ্ণ ...