Posts

Showing posts from August, 2022

চর্যাপদ ধর্মাচরণের নির্দেশ হলেও তাতে বাংলা সাহিত্যমূল্য অনেক অনেক বেশিঃ ড. ইফতেখার

Image
চর্যাপদ ধর্মাচরণের নির্দেশ হলেও তাতে বাংলা সাহিত্যমূল্য অনেক অনেক বেশিঃ ড. ইফতেখার চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি) আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ‘বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন  চর্যাপদ  ও চর্যাপদের উৎসভূমি চট্টগ্রাম’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয় মঙ্গলবার (৩০ আগস্ট) মঙ্গলবার সকাল ৯ টায়। ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা লেখক লায়ন দুলাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে, বিশিষ্ট ইতিহাসবেত্তা ও লেখক সিএইচআরসির সভাপতি সোহেল মো. ফখরুদ-দীনের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। সেমিনারের উদ্বোধন করেন অধ্যাপক প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিজিএম আকরাম হোসেন, শিক্ষাবিদ অধ্যাপক ড. জ্ঞানশ্রী বড়ুয়া, অধ্যাপক সচ্চিদানন্দ রায়, ইতিহাসবিদ সিএইচআরসির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, অধ্যাপক কবি ড. রিটন বড়ুয়া, অধক্ষ ড. শেখ এ রাজ্জাক রাজু, ড. সবুজ বড়ুয়া শুভ, কবি মাহমুদুল হাসান নিজামী, কবি বিশ্বজিৎ ব...

ঢাকায় মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিন এর মৃত্যু বার্ষিকী পালিত

Image
ঢাকায় মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিন এর মৃত্যু বার্ষিকী পালিত বীর চট্রলা তথা পটিয়ার গর্বিত সন্তান,আদর্শিক রাজনীতির বাতিঘর,৮০/৯০ অসম্প্রাদায়িক  ছাত্র আন্দোলনের পুরোধা, চট্রগ্রাম মহানগর  ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দু'দুবার নির্বাচিত জিএস মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিন এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ চট্রগ্রাম আওয়ামী পরিবারের উদ্যোগে তারিখ -২৭আগস্ট রোজ শনিবার বাদে আসর ঢাকা হাইকোর্ট জামে মসজিদে মিলাদ, দোয়া মাহাফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহাফিল পরিচালনা করেন বিশিষ্ট আলেম  বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মুফতী মাসুম বিল্লাহ নাফিয়ী।  এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ম আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দিন রানা, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটির সদস্য সালাউদ্দিন সাকিব, কুমিল্লা উত্তর জেলা আও...

মাওলানা মুহাম্মদ মিশকাত অনূদিত " সিহাহ সিত্তার আলোকে আক্বীদাহ " গ্রন্থের মোড়ক উম্মোচন

Image
মাওলানা মুহাম্মদ মিশকাত অনূদিত "সিহাহ সিত্তার আলোকে আক্বীদাহ " গ্রন্থের মোড়ক উম্মোচন অদ্য ২৩ আগস্ট ২০২২ইং, মঙ্গলবার মিদহাত প্রকাশন কতৃর্ক প্রকাশিত চট্টগ্রাম শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদরাসার লেকচারার লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ মিশকাতুল ইসলাম অনূদিত " সিহাহ সিত্তার আলোকে আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আক্বীদাহ " গ্রন্থের মোড়ক উম্মোচন- চট্টগ্রামের একটি অভিজাত রেস্টুরেন্টে সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি ছিলেন মুফতিয়ে আহলে সুন্নাত, ওস্তাজুল ওলামা, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মান্যবর সাবেক অধ্যক্ষ হযরতুল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে- সময়োপযোগী এই গ্রন্থ অনুবাদ করায় অনুবাদকের প্রশংসা করে বলেন - প্রযুক্তি ও মিড়িয়ার এই যুগে অনলাইনে বাতিল ফেরকার বিভিন্ন অপপ্রচারের জবাব অনলাইনে দিতে হবে। এটা গোড়া সুন্নী জগতের প্রত্যাশা ।  তাই লেখা-লিখনীতে তরুণ আলেমদের এগিয়ে আসার আহবান জানান। জ্ঞান-বিজ্ঞানের প্রতিটি শাখায় তরুণ আলেমদের আরো বিজ্ঞ হওয়ার আহবান জানান। এতে আরো উপস্থিত ছিলেন-ফতেহ্ নগর অদুদিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব...

কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল'র উদ্যোগে জেলেদের মাঝে চাউল বিতরণ

Image
কাউন্সিলর অধ্যাপক মোঃ ইসমাইল'র উদ্যোগে জেলেদের মাঝে  চাউল বিতরণ  আব্দুল সাত্তার টিটু: ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কালী মন্দির এলাকায় জেলে পল্লীতে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলে /মৎস্যজীবীদের মাঝে ভি, জি, এফ চাউল বিতরণ অনুষ্ঠান দ্বিতীয় কিস্তিতে অনুষ্ঠিত হয়েছে।  ২০ আগষ্ট (শনিবার) নগরীর ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কালীমন্দির এলাকায় জেলে/ মৎস্যজীবীদের  ৬২০ টি পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। চাউল অনুষ্ঠানে মেম্বার মিন্টু দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর এবং অর্থ ও সংস্থাপনা বিভাগের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোঃ ইসমাইল। এ সময় তিনি বলেন,সরকারি নিয়ম অনুযায়ী মাছ শিকার করলে আমাদের মাছের ঘাটতি কখনোই আসবে না। তিনি মা ইলিশ রক্ষায় জন্য জেলে ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।  এসময় আরো উপস্হিত ছিলেন কলামিস্ট নূরুজ্জামান সান্টু, জেলা মৎস্য কর্মকর্তা বিক্রম জিৎ রায়,রুবেল শর্মা ,মেম্বার তরুণ দাশ,ঝন্টু দাশ, সুজন দাশ, জেলে প্রতিনিধি খেলন দাশ প্রমূখ।

অন্যায়ের প্রতিবাদ করা ও ন্যায়ের জন্য সংগ্রাম করাই কারবালার শিক্ষা- লোহাগাড়ায় কারবালা মাহফিলে বক্তারা

Image
অন্যায়ের প্রতিবাদ করা ও ন্যায়ের জন্য সংগ্রাম করাই কারবালার শিক্ষা- লোহাগাড়ায় কারবালা মাহফিলে বক্তারা  চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন পদুয়া ছগিরাপাড়ায় ১৯ ই আগস্ট-২০২২ইং, শুক্রবার, বাদ মাগরিব হতে ঐতিহ্যবাহী হযরত ইমাম হাসান-হোসাইন (রাদ্বিঃ)একতা সংঘের সার্বিক সহযোগিতায় ও আল্লামা গাজী মুহাম্মদ আব্দুস ছবুর রাহ.ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ৩য় তম ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিল-২০২২  ছগিরাপাড়া জামে মসজিদ সম্পন্ন হয়েছে। সংঘের সভাপতি মাওলানা বোরহান উদ্দীনের সঞ্চালনায় পবিত্র কুরআন মাজিদ হতে তেলাওয়াত করেন হাফেজ নেজাম উদ্দিন ও নাতে রাসূল পরিবেশন করেন বিশিষ্ট নাত খাঁ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা চট্টগ্রামের শিক্ষার্থী মাওলানা আব্দুর রহমান কাদেরী। আল্লামা গাজী আব্দুর সবুর সিদ্দিকী রাহঃ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদ্বীন, হযরত আল্লামা মুহাম্মদ জসিমুদ্দীন আলকাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে তকরির পেশ করেন- শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক হযরত আল্লামা মুহাম্মদ মিশকাতুল ইসলাম আলকাদেরী। তকরির পেশ করেন ছগিরাপাড়া জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমেদ্বীন হযরত...

রাউজানে আহলে বায়াতে রাসুল (স:)"র স্মরণে মিলাদ মাহফিল সম্পন্ন।

Image
রাউজানে আহলে বায়াতে রাসুল (স:)"র স্মরণে মিলাদ মাহফিল সম্পন্ন। বরুণ কুমার আচার্য‍্য বলাইঃ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান রশিদর পাড়া শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা ও আহলে বায়াতে রাসুল (স:)"র স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে সংগঠনের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।শুক্রবার(১৯আগস্ট) বাদে এশা আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল নবী মেম্বার।প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য আল্লামা কাজী হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী।সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,আল্লামা সিরাজুল ইসলাম সিদ্দিকী,এডভোকেট জমির উদ্দিন আহম্মেদ,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা সমন্বয়কারী আনিসউল খান বাবর,সমন্বয়কারী মামুন মিয়া, সমন্বয়কারী নাজিম উদ্দিন কালু,রাউজান প্রেসক্লাবের সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালেক চৌধুরী,নুরুল আলম চৌধুর...

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২২ সম্পন্ন

Image
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় বৃক্ষ রোপন কর্মসূচী ২০২২ সম্পন্ন  বরুণ কুমার আচার্য্যঃ গাউসুলআজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ব্যবস্থাপনায়  আজ ২০/০৮/২০২২-ইং রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় খাতেমুল আউলিয়া 'গাউসুলআজম মাইজভাণ্ডারী (ক)'র উত্তরাধিকারী পৌত্র সুলতানে সালতানাত ও অছি-এ-গাউসুলআজন মাওলানা শাহসুফি সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (ক.) কর্তৃক মনোনীত মোন্তাজেম জিম্মাদার ও সাজ্জাদানশীনে দরবারে গাউসুলআজম, মুর্শিদে বরহক আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.)'র দিক নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম, খাগড়াছড়ি, মহাসড়ক হাটহাজারী উপজেলা ধলই 'দরগাহ রাস্তা' সংলগ্ন সোনাইরকুল এলাকায় পরিবেশ সংরক্ষণ সুরক্ষায় 'বৃক্ষ রোপণ' কর্মসূচী অনুষ্ঠিত হয়।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, মহাসচিব আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক, যুগ্ন সচিব মোঃ নুরুল আলম চৌধুরী, আলহাজ্ব শফিউল আজম চৌধূরী, আলহাজ্ব মাওলানা নুরুল আবছার শরীফ, মোঃ এনামুল...

চট্টগ্রাম ইপিজেড থানা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Image
চট্টগ্রাম ইপিজেড থানা শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ  শোকাবহ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক জঘন্যতম কলঙ্কিত অধ্যায়। ৪৭ বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতালোভী নরপিশাচ কুচক্রী মহল। শনিবার ২০ আগস্ট যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে  ইপিজেড থানা চট্রগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে  সিইপিজেড বে-শপিং সেন্টারের সামনে, জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনাসভা ও দোয়া মাহফিল। ইপিজেড থানা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ জাহেদ হোসেনের সভাপতিত্বে ও,শেখ ফরিদ রিপনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগ,সভাপতি মোঃবখতিয়ার উদিন  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়...

ফটিকছড়িতে হাজার হাজার মানুষের ঢলে শুভ জন্মষ্টমী উদযাপিত।

Image
ফটিকছড়িতে হাজার হাজার মানুষের ঢলে শুভ জন্মষ্টমী উদযাপিত। বাংলাদেশ জন্মষ্টমী ফটিকছড়ি উপজেলার শাখার উদ‍্যাগে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮তম আর্বিভাব তিথিতে যথাযোগ‍্য মর্যদায় ফটিকছড়িতে পালিত হয়েছে।  ১৯ ই আগস্ট রোজ শুক্রবার সকাল ৯ টায় ফটিকছড়ি সরকারি ডিগ্রি কলেজ মাঠে র‍্যালী শুভ উদ্ভোধন হয়। উক্ত র‍্যালী উদ্ভোধন করেন,শ্রী মৎ  উজ্জ্বল ব্রহ্মাচারী ও শ্রী সিদ্ধ রসিক দাস।  উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলার আওয়ামী লীগের সহ-সভতি এটি এম পেয়ারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি, ভাইস চেয়ারম্যান  এড. ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,  ফটিকছড়ির পৌর সভার জননন্দিত মেয়র আলহাজ্ব মো: ইসমাঈল  ফটিছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী,সাবেক ভাইস চেয়ারম্যান এডভােকেট উত্তম কুমার মহান, ফটিকছড়ি পৌর সভার প‍্যানেল মেমর ও ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাপ মওলা গোলাপ,৩ নং ওয়ার্ডের কমিশনার মো: হেলাল উদ্দীন, মহিলা কাউন্সিলর ফিরোজা বেগম,বাংলাদেশ জন্মষ্টমী পরিষদের সহ সভাপতি...

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে বিনম্র শ্রদ্ধা জানান মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দিন এমএ ওয়াদুদ বীর প্রতীক

Image
টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে বিনম্র শ্রদ্ধা জানান মেজর জেনারেল (অবঃ) আলাউদ্দিন এমএ ওয়াদুদ বীর প্রতীক  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ায় বিনম্র শ্রদ্ধা জানান রাওয়া চেয়ারম্যান  মেজর জেনারেল (অবঃ)  আলাউদ্দিন এমএ ওয়াদুদ বীর প্রতীক।  আরো উপস্থিত ছিলেন শামিমা ওয়াদুদ,সাবেক ছাত্রনেতা রফিকুল আমিন রিজভী, রাশেদুল আমিন রিজভী,পরিবারের সদস্যবৃন্দ যথাক্রমে  রাশেদা সুলতানা,আফরজা, সুলতানা, রাফেজা সুলতানা,কোহিনুর আক্তার,আরজুমা বিন্তে জামাল,নুরুল আলম,সাইফুল আযম মিরাজ,সবুজ রহমান,রোহান, আরপি, আহনাফ, ইশফার, মিশাল, রওনাক, আফনান, আয়েশা প্রমুখ।  বঙ্গবন্ধুর শোক বইয়ের শোক বার্তায় মেজর জেনারেল অবঃ আলাউদ্দীন এম এ ওয়াদুদ বীর প্রতীক লিখেন -আমরা উনাকে বিনম্র চিত্তে স্বরণ করছি। হে আল্লাহ উনাকে শহীদের মযাদা  এবং জান্নাতুল ফেরদৌস নসিব করিও।  আমি আরও স্বরণ করছি ১৯৭৫ সালের ১৫-ই আগস্টে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বীর মুক্তিযোদ্ধা শহীদ  ক্যাপ্টেন শেখ কামাল, আমার কোর্সমেট বন্ধু লেফটেন্যান্ট শেখ জামাল এবং শেখ র...

সামাজিক সংগঠন "সেইভ দ্যা হাঙ্গার পিপল" কার্যকরী কমিটির চেয়ারম্যান রুখসানা পারভীন রুবা ও মহাসচিব সোহেল হক

Image
সামাজিক সংগঠন "সেইভ দ্যা হাঙ্গার পিপল" কার্যকরী কমিটির চেয়ারম্যান রুখসানা পারভীন রুবা ও মহাসচিব সোহেল হক  সামাজিক সংগঠন "সেইভ দ্যা হাঙ্গার পিপল" কার্যকরী কমিটির সভা শুক্রবার নগরীর অস্থায়ী কার্য্যালয়ে সংগঠনের চেয়ারম্যান রুখসানা পারভীন রুবা'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। লায়ন মোহাম্মদ আবু ছালেহ্ এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল হক, আবদুল নুর, আবদুল মন্নান, মুরাদ হোসেন প্রমুখ। সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।  বিশিষ্ট নারী নেত্রী রুখসানা পারভীন রুবা কে চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল হক কে মহাসচিব এবং সংগঠক আবদুল নুর কে ভাইস চেয়ারম্যান, কবি ও সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্ কে অর্থ সম্পাদক, সংগঠক আবদুল মন্নান কে সাংগঠনিক সম্পাদক, পেশাজীবি ডাঃ সজীব তালুকদার কে দপ্তর সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট নেছার আহমেদ খান কে প্রচার সম্পাদক, মোহাম্মদ মুরাদ হোসেন কে কার্যকরী সদস্য করে নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের উপদেষ্টা চট্টগ্রাম মহ...

সম্পন্ন হল লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দী এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান

Image
সম্পন্ন হল লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দী এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান  লায়ন্স ক্লাব অফ চিটাগাং শতাব্দী এর দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান গত শুক্রবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে ক্লাব প্রেসিডেন্ট লায়ন আজিজুর রহমান ও দ্বিতীয় পর্বে ২০২২-২৩ সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন  ইন্জিঃ মোঃ নুরুজ্জামান  সভাপতিত্ব করেন। সভায় ২০২২-২৩ সেবা বর্ষের নবনিযুক্ত অফিসারদের অভিষিক্ত করা হয়  এবং ক্লাবের গংবেল হস্তান্তরের মাধ্যমে দায়িত্ব অর্পণ করা হয়। ক্লাব সেক্রেটারি লায়ন এজিএম কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, বিশেষ অতিথি ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিও চেয়াপারসন লায়ন আনিসুল হক চৌধুরী,  জোন চেয়াপারসন লায়ন সাইফুল আলম পাটোয়ারী, লায়ন ওমর ফারুক সাগর। আরো উপস্থিত ছিলেন ক্লাব ট্রেজারার লায়ন ওসমান সরওয়ার,  ১ম সহ সভাপতি লায়ন কাজী মোঃ শাহাবউদ্দিন, ২য় সহ সভাপতি লায়ন মোঃ আরমানুজ্জামান, জয়েন্ট সেক্রেটারী লায়...

ইতিহাস৭১.টিভিতে মাসব্যাপি বঙ্গবন্ধুকে নিয়ে গান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান

Image
ইতিহাস৭১.টিভিতে মাসব্যাপি বঙ্গবন্ধুকে নিয়ে গান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ আগষ্ট থেকে ইতিহাস৭১ এ শুরু হয়েছে বঙ্গবন্ধুকে নিবেদন করে গান ও কবিতা আবৃত্তি অনুষ্ঠান শুরু হয়েছে । পুরো মাস ব্যাপি এ আয়োজনে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত্য এক ঘন্টা করে অনুষ্ঠান চলবে ।  গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় ইতিহাস৭১.টিভি অফিসে এ আয়োজনের উদ্বোধন করেন কলামিষ্ট ও লেখক নেছার আহমেদ খান ।  কলামিষ্ট ও সাংবাদিক লায়ন আবু ছালেহ্ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইতিহাস৭১ এর প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা ।  শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক মোহাম্মদ হোসেন মধু, ইতিহাস৭১ এর নির্বাহী সম্পাদক রতন বড়ুয়া প্রমুখ ।  প্রথম দিনে বঙ্গবন্ধুকে নিয়ে গান ও আবৃত্তি করেন বন্যা বড়ুয়া বৃস্টি, প্রিয়া বড়ুয়া ও ঐন্দ্রিলা নাগ ।