শিশু নাসরিন সুলতানা (১০) হত্যার সুবিচার এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন
হোসেন মিন্টুঃ আমি এক নির্যাতিত নারী আজ চরম হতাশা গ্রস্থ এবং নিরুপায় হয়ে আজ ৩০ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলনে একটি সত্য ঘটনা বিগত ২৮ শে জানুয়ারী ২০১৮ ইং সকাল আনুমানিক ১১ টার দিকে আমার ১০ বৎসরের জানানোর জন্যই উপস্থিত হয়ে জাতীকে জানাতে সংবাদ সম্মেলন। স্কুল পড়–য়া ৪র্থ শ্রেণীর ছাত্রী নাসরিন সুলতানাকে পূর্ব শত্রুতার জেরে দীর্ঘদিন যাবৎ বসত ভিটে দখল নিতে এবং সম্পত্তির লোভে আমার অবুঝ শিশুকে এই হত্যা করেছে বলে বিশ্বস্থ সূত্রে জানতে পারি। আমার চাচা শ্বশুরগংরা নি:সংস হত্যাকান্ড ঘটিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করার চেষ্টা করছেন। দ্রুত বাড়িতে এসে আমার কন্যাকে হাঁটু ভাঙ্গা অবস্থায় ফাঁস লাগানো থেকে উল্লেখ্য যে, ঘটনার দিন আমি কর্মস্থল (ঘাসফুল এনজিও) তে কর্মরত থাকাকালে ফোনে আমার প্রতিবেশী শিশু নাসরিনের মৃত্যুর সংবাদটি জানায়। খবর পেয়ে নামাই। কিন্তু এর অনেক আগেই তার মৃত্যু অস্বাভাবিক কারণে ঘটেছে বলে চাচা শ্বশুর পক্ষের লোকজন শিশু কন্যা নাসারিনকে হত্যা করিয়াছে। যাদের আলামতে বুঝা যাচ্ছে। আর ফাঁস লাগানো দৃশ্যটি দেখে বুঝা যাচ্ছিলো এটি আত্মহত্যা নয়। ক...