গোলাম সারওয়ার, মঈনুল আলম ও রইসুল হক বাহার ছিলেন সৎ সাংবাদিকতার প্রতি দায়িত্বশীল
দেশ বরেণ্য তিনজন সাংবাদিক গোলাম সারওয়ার, মঈনুল আলম ও রইসুল হক বাহার স্মরণে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হল রুমে আজ এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণসভায় বক্তারা বলেন, তাঁরা তিনজনই ছিলেন সৎ সাংবাধিকতার প্রতি দায়িত্বশীল। গোলাম সরওয়ার, মঈনুল আলম ও আ.ক.ম রইসুল হক বাহার তিনজনই ছিলেন দেশ বরেণ্য সাংবাদিক। তিনজনই আজীবন সংবাদপত্রের স্বাধীনতা, বস্তুনিষ্ট সাংবাদিকতা ও পেশার প্রতি ছিলেন দায়িত্বশীল। সংবাদ সংগ্রহে তাদের পদচারণা ছিল অবিচল। সংবাদপত্রের স্বাধীনতার এই ক্লান্তিকালে আজ তাদের প্রয়োজন ছিল। বক্তারা বলেন- দৈনিক সমকালের সাবেক সম্পাদক গোলাম সারওয়ার ছিলেন সাংবাদিকদের সাংবাদিক, সংবাদপত্র জগতের বটবৃক্ষ। মঈনুল আলম তিন দশক দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরো প্রধান ও আবাসিক সম্পাদক ছিলেন। রইসুল হক বাহার ছিলেন দৈনিক পূর্বকোণের সহযোগী সম্পাদক। তিনি সময়নিষ্ঠা ও দায়িত্বশীলতা বিষয়ে সর্বদা সচেষ্ট ছিলেন। আজ (২৯ সেপ্টেম্বর শনিবার) বিকেলে অনুষ্ঠিত উপরোক্ত স্মরণ সভার উদ্বোধন করেন- দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাকালীন প্রধান সহ-সম্পাদক ইসকান্দর আলী চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখে...